নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ‘সুরঙ্গম’ সংগীত সংস্থা রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের আয়োজন করলো-বাংলা শ্রাবণ মাসের অন্তিম দিনের সন্ধ্যায় (ইং ১৭ই আগস্ট) ইস্পাত নগরীর মহাবীর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে। বর্ষা ঋতুর রবীন্দ্রসংগীত পরিবেশন করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন-ঋতুকণা ভৌমিক, বানী চট্টোপাধ্যায়, শ্রাবয়িতা দে,সোমনাথ অধিকারী, অনিন্দিতা সেনগুপ্ত,সুস্মিতা সাহা, অনিরুদ্ধ লাহিড়ী, মহুয়া বন্দ্যোপাধ্যায়, মুনমুন বেরা, শাশ্বতী কোণার, মনীষা বন্দ্যোপাধ্যায়, অঞ্জন চট্টোপাধ্যায়, পারমিতা ভট্টাচার্য্য, পাপিয়া ঘটক,শ্রাবস্তী দাশগুপ্ত প্রমুখ ২১ জন শিল্পী। অনুষ্ঠান শুরু হয়েছিল দুর্গাপুর রম্যবীণার সভ্য-সভ্যাবৃন্দ পরিবেশিত সমবেত সংগীতের মাধ্যমে। সুরঙ্গমের কর্ণধার সোমা মৈত্রর সুপরিকল্পিত এবং বিশিষ্ট বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়ের সুসঞ্চালিত অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতাদের কাছে উপভোগ্য হয়। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় অনবদ্য ছিলেন-প্রেমাংশু সেন, বুদ্ধদেব দাস এবং রতন কুন্ডু।