নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটিসেন্টার থেকে নাটকীয়ভাবে দুই যুবককে ধরে ফেলে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও নগদ ৫০ হাজার টাকা। এরপর ওই দুই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় দুর্গাপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাদের বাইকটি ও ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নগদ ও আগ্নেয়াস্ত্র।
জানা গেছে এদিন দুপুর দেড়টা নাগাদ দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে সন্দেহভাজন দুই যুবক বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে সেখানে কর্তব্যরত ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এরপর ওই যুবকদের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ৫০ হাজার টাকা এবং একটি আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবক বীরভূম এবং উড়িষ্যার বাসিন্দা। বীরভূমের বাসিন্দা সাধু প্রকাশ জমাদার ও উড়িষ্যার বাসিন্দা রাকেশ খান্ডওয়ালা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই দুই যুবক বীরভূম থেকে ওই টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র থেকে এভাবে আগ্নেয়াস্ত্র সহ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে।