eaibanglai
Homeএই বাংলায়কোল-ব্লকে নিয়োগ নিয়ে দু'পক্ষের সংঘর্ষে উত্তাল দুর্গাপুর

কোল-ব্লকে নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উত্তাল দুর্গাপুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে নির্মীয়মান বেসরকারি কোল ব্লকে নিয়োগ নিয়ে ঝামেলা। দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে উত্তাল হল এলাকা। আহত দুই পক্ষের বেশ কয়েক জন। দুই থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বৈদ্যনাথপুর ও কাঁকসা ব্লকের বিদবিহারের বিনোদপুর এলাকায় মোট ১৫০ বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে, প্রস্তাবিত বেসরকারি কোল ব্লক। কোল ব্লক তৈরির প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়েছে। এরই মধ্যে শুক্রবার ওই কোল ব্লকে কর্মী নিয়োগ নিয়ে বৈদ্যনাথপুর ও বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে বেধে যায়। অভিযোগ দুই গ্রাম থেকে সমান সমান নিরাপত্তা রক্ষী নিয়োগ করার কথা থাকলেও সম্প্রতি ফরিদপুরের বৈদ্যনাথপুর এলাকার তিনজন ও কাঁকসার বিনোদপুর থেকে একজনকে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করে সংস্থা। সেই নিয়েই শুক্রবার বৈদ্যনাথপুরে বেসরকারি ওই সংস্থার ক্যাম্পে বৈঠক হচ্ছিল দুই গ্রামের বাসিন্দাদের নিয়ে। জানা যায় বৈঠক চলাকালীনই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বচসা বেধে যা পরে সংঘর্ষে রূপ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ছুটে যায় কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

বিনোদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ বৈদ্যনাথপুর এলাকাবাসীরা বাঁশ, লাঠি-সোটা, রড নিয়ে আচমকা চড়াও হয় তাঁদের উপর। পাল্টা হামলা চালানোর অভিযোগ করে লাউদোহার বৈদ্যনাথপুরের বাসিন্দারা। অন্যদিকে ওই সংঘর্ষের জন্য কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম দুর্গাপুর ফরিদপুরের বৈদ্যনাথপুর এলাকাবাসীর প্রভাবকে দায়ী করছেন। পাল্টা অভিযোগ এনে গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরেন পাল দাবি করেন, সমস্যা সমাধানের জন্যই আলোচনা হচ্ছিল। তখনই দুই গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যদিও পুরো বিষয়টি নিয়ে কোল ব্লকের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments