নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন দুর্গাপুরের দুই তরুণী। প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৩। আর দেশের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন দুর্গাপুরের দুই তরুণী তানিয়া চ্যাটার্জি ও ঝর্ণা মণ্ডল।
শহরের এই দুই প্রতিযোগীকে উৎসাহ ও অভিনন্দন জানাতে বুধবার এক সংবর্ধনা সভার আয়োজন করেছিল ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ। পাশাপাশি এই সংবর্ধনা সভার অন্যতম উদ্যোক্তা ছিলেন ইউ ওয়াই এস এফ(UYSF)পশ্চিম বর্ধমান জেলার প্রেসিডেন্ট প্রণব কুমার রায়। সভায় দুই প্রতিযোগীকে সম্মান জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ রায়, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ আচার্য ও প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম ঘোষ।
শহরের নাম উজ্জ্বল করা দুই তরুণীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের রাজ্য সভাপতি অজয় ধীবর এদিন বলেন, “মানুষজন আজকের দিনে এতটাই কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে যে শরীরচর্চা ভুলে যেতে বসেছে। এই ধরনের যোগার সাথে যারাই যুক্ত তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের পাশে আছি থাকবো এই আশ্বাস দিলাম।”