সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ– দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে সোমবার দুপুরে প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা ক্রিকেটের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। এদিন সাংসদের পাশে দাঁড়ান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ জেলার নেতারা।
জানা গেছে, সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ বেশ কিছু বছর ধরেই দুরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন। তিনি কয়েকদিন আগেই সাংসদের সঙ্গে দুর্গাপুরে এসেছিলেন। নানান কর্মসুচীতে অংশ নিচ্ছিলেন সাংসদ। কিন্তু তার মধ্যে স্ত্রী পুনম আজাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার দুপুর ১২ টার পরে তিনি শেষ নিঃস্বাশ ত্যাগ করেন । এদিন সন্ধ্যায় দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে সাংসদের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী হতেই তাঁর স্ত্রী পুনম স্বামীর সাথেই প্রচারে নামেন। হাজারো অসুস্থতা উপেক্ষা করে হুইল চেয়ারে বসে স্বামীর সঙ্গে ছিলেন তিনি । দুর্গাপুরের মানুষ তাকে সাংসদের স্ত্রী হিসেবে বেশ আপন করে নিয়েছিল ।