eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ব্যারাজে তলিয়ে যাওয়া তিন ছাত্রেরই দেহ উদ্ধার

দুর্গাপুর ব্যারাজে তলিয়ে যাওয়া তিন ছাত্রেরই দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ব্যারাজে দামোদরের জলে তলিয়ে যাওয়া তিন ছাত্রেরই দেহ উদ্ধার হল আজ বুধবার। গতকাল থেকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদীতে টানা তল্লাশি চালাচ্ছিল। অবশেষে এদিন সকাল থেকে একে একে তিন জনের দেহ উদ্ধার হয়। বুধবার সকাল ৮টা নাগাদ সৌম্যদীপ সাহার দেহ উদ্ধার হয়। এরপর সকাল ১১টা এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ শুভজিৎ নস্কর এবং ভিকি শীলের দেহ উদ্ধার হয়।

মৃত তিন ছাত্র দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বাসিন্দা। তিন জনই দশম শ্রেণির ছাত্র। গতকাল দুপুরে আরও পাঁচ বন্ধুর সঙ্গে স্কুল পালিয়ে ব্যারাজে ঘুরতে গিয়েছিল ওই তিন ছাত্র। সেখানে সকলে মিলে দামোদরে স্নান করতে নামলে ঘটে যায় বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথমে এক ছাত্র স্নানে নেমে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে যায় আর এক ছাত্র। দু’জনই ডুবে যেতে থাকলে আর এক ছাত্র উদ্ধার করতে যায়। এর পর তিন জনই দামোদরের জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় কয়েকজন জলে নেমে ছাত্রদের উদ্ধারের চেষ্টা করলেও তারা বিফল হন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিশেষ উদ্ধারকারী দল গতকাল দুপুর থেকেই তলিয়ে যাওয়া ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ জানিয়েছে প্রায় ২৪ ঘণ্টা পরে সবার দেহ মিলল। ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া দেহগুলিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। অন্যদিকে একই সঙ্গে তরতাজা তিন কিশোরের প্রাণ চলে যাওয়ায় শহর জুড়ে তৈরি হয়েছে শোকের আবহ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments