eaibanglai
Homeএই বাংলায়শসাক দলের ঝান্ডা হাতে কারখানার গেট আটকে বিক্ষোভ দুর্গাপুরে

শসাক দলের ঝান্ডা হাতে কারখানার গেট আটকে বিক্ষোভ দুর্গাপুরে

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– স্থানীয়দের চাকরির দাবিতে দুর্গাপুরের এক বেসরকারি কারখানর মূল গেট আটকে দিয়ে ও দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভে সরব হল তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা। ঘটনা দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনি এলাকার একটি বেসরকারি কারখানার। অবিলম্বে দাবি পূরণ না হলে পরিবার পরিজন নিয়ে ধর্নার হুঁশিয়ারিও দেয় বিক্ষোভরত কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত মাস দুয়েক আগেই পশ্চিম বর্ধমান জেলার কর্মসংবাদ পোর্টালের উদ্বোধন করা হয় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর উদ্যোগে। স্থানীয় বেকার যুবক ও অদক্ষ শ্রমিকদের চাকরির সুবিধার জন্য এই পোর্টাল তৈরি করা হয়। যাতে এই পোর্টালের মাধ্যমে নিয়োগকর্তারা প্রয়োজনীয় শ্রমিক সংক্রান্ত তথ্য পেতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী নিয়োগ করতে পারেন। অভিযোগ সেই পোর্টাল উপেক্ষা করেই বাইরে থেকে শ্রমিক নিয়োগ করছে কর্তৃপক্ষ। এমনকি দলীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে নজর দেওয়ার আবেদন জানালেও কারখানা কর্তৃপক্ষ তা উপেক্ষা করছে বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই তারা বিক্ষোভ প্রদর্শনে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভরত শাসকল দলের কর্মী সমর্থকরা। এমনকি কারখানার মূল গেটের দেওয়ালে সাঁটানো পোস্টারে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারী দেন যে দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে ধর্নায় বসবেন।

এদিকে একদিকে যখন মুখ্যমন্ত্রী কারখানায় বিক্ষোভ আন্দোলনের পরিপন্থি তখন কারখানার মূল গেট আটকে দিয়ে দলীয় কর্মীদের এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments