নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– একটি মোটর দুর্ঘটনার মামলায় ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরনের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতের বেঞ্চ। মামলায় জেসিবি গাড়ির ইন্সুইরেন্স কোম্পানিকে মৃতের পরিবারকে ওই টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ইংরেজির ১৮/৪/২২ তারিখ ঝাড়খণ্ডের সরাইখেলা জেলার রাংতা মাইন্স চেলিয়ামা ষ্টীল প্ল্যান্টের অভ্যন্তরে একটি জেসিবি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল পশ্চিম বঙ্গের হুগলির বলরাম বাটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পার্থ দাসের। এরপর ২০২২ সালের আগষ্ট মাসে দুর্গাপুর মহকুমা আদালতে ক্ষতিপূরন চেয়ে আবেদন করেন মৃতের গর্ভাবস্থায় থাকা স্ত্রী অর্পিতা দাস, নাবালক পুত্র এবং বয়ষ্কা মা বাবা।
আবেদনকারীদের আইনজীবী আয়ুব আনসারী জানান, পার্থ দাস খুবই আর্থিক সংকটের মধ্যে পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ডিগ্রি পান ও চাকরিতে যোগ দেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের আশার আলো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি অকালে চলে যান। ক্ষতিপূরণের আবেদনকারী তাঁর বাবা বর্তমানে কিডনি সমস্যায় শয্যাগত। নিয়মিত আদালতে আসার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে পার্থবাবুর পরিবারের আইনজীবী হিসেবে তিনি ঘাতক গাড়ির ইন্সুইরেন্স কোম্পানির কাছে ক্ষতিপূরনের মামলাটি মিটিয়ে নেওয়ার আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে শনিবার ওই ইন্সুইরেন্স কোম্পানিকে আগামী এক মাসের মধ্যেই সমস্ত টাকা তার পরিবারের নামে চেক মারফত আদালতে জমা করার নির্দেশ দেন লোক আদালতের মহামান্য বিচারক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়ের বেঞ্চ।
বর্তমানে পার্থবাবুর দুই নাবালক পুত্র রয়েছে। এই রায়ের ফলে তাদের ভবিষ্যৎ জীবন কিছুটা হলেও সুনিশ্চিত হবে বলে মনে করছেন আইনজীবী আয়ুব আনসারী।