eaibanglai
Homeএই বাংলায়গৌরী দেবী মেডিক্যাল কলেজে প্যাথলজি রাজ্য সম্মেলন

গৌরী দেবী মেডিক্যাল কলেজে প্যাথলজি রাজ্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার গৌরী দেবী মেডিক্যাল কলেজে অ্যান্ড হসপিটালে অনুষ্ঠিত হল প্যাথলজি রাজ্য সম্মেলন। এই সম্মেলনে রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক চিকিৎসরা অংশগ্রহন করেছিলেন। এছাড়াও রাজ্যের প্রায় ২২০ জন প্যাথলজিস্ট এই সেমিনারে অংশ নিয়েছিলেন। এমনকি চণ্ডিগড় ও ভুবনেশ্বর থেকেও বিশেষ চিকিৎসকরা এসেছিলেন সেমিনারে তাঁদের বক্তব্য রাখতে। চিকিৎসকদের পাশাপাশি সেমিনারে উপস্থিত ছিলন কয়েকশো চিকিৎসক পড়ুয়া।

এদিন গৌরী দেবী কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ সুবোধ কুমার ভট্টাচার্য জানান, এই প্রথম পশ্চিম বাংলায় প্রথম কোনো বেসরকারি মেডিক্যাল কলেজে প্যাথলজি রাজ্য সম্মেলন হল। সংস্থার ভাইস চেয়ারম্যান রাহুল মজুমদারের চিন্তাভাবনা থেকেই এই সেমেনারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি আগামীদিনে এই মেডিক্যাল কলেজে জাতীয় স্তরের মেসিনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আর জি কর কাণ্ডের আবহে কলকাতা থেকে এত দূরে এই সম্মেলনে চিকিৎসকরা অংশগ্রহণ করে সেমিনারটিকে সাফল্যমন্ডিত করায় সকলকে ধন্য়বাদ জ্ঞাপন করেন অধ্যক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments