eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর থেকে বোলপুরের উদ্দেশ্যে যাত্রা, স্বজনহারাদের আর্থিক সাহায্যের ঘোষণা

দুর্গাপুর থেকে বোলপুরের উদ্দেশ্যে যাত্রা, স্বজনহারাদের আর্থিক সাহায্যের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজোর মুখে ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে সপ্তাহের শুরুতেই জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। দুর্গতদের পৌঁছে দিচ্ছেন ত্রাণও। জেলা সফরে বেরিয়ে গতকাল পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। এদিনের সফরে শেষে দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন । মঙ্গলবার দুপুর পৌনে বারোটা নাগাদ তিনি দুর্গাপুর থেকে সড়ক পথে পার্শ্ববর্তী জেলা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পৌঁছে দেন ত্রাণ। পরে প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন। এরপরই বন্যায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত নিম্নচাপে অতিভারি বৃষ্টির জেরে ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণ বঙ্গের ছটি জেলার কয়েকশো গ্রাম। জলের তলায় অন্তত কয়েক লক্ষ মানুষ, ঘরবাড়ি, চাষের জমি। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে ২৮ জনের। পুজোর মুখে সেইসব স্বজনহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য়ের পাশাপাশি রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments