নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপি করার অপরাধে দুর্গাপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর ওয়ার্ডের নিউ ডেয়ারি কলোনি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপি কর্মী সোমনাথ চক্রবর্তী স্ত্রী ঝুমা চক্রবর্তী। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে সোমনাথ চক্রবর্তী ও তার স্ত্রী ঝুমা চক্রবর্তী দুজনেই সক্রিয় বিজেপি কর্মী। অভিযোগ এই বিজেপি করার অপরাধেই গতকাল সোমনাথবাবুর বাড়িতে হামলা চালায় জনা কয়েক স্থানীয় তৃণমূল কর্মী। সোমনাথবাবু সেই সময় বাড়ি ছিলেন না। বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী। ঝুমা দেবী জানান স্বামী কাজে ও মেয়ে স্কুলে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। বাড়ির দরজাও ভেজানো ছিল। দুপুর ১২ টা নাগাদ হঠাৎই জনাকয়েক তণমূল কর্মী তার বাড়িতে হামলা চালায়। তাদের মধ্যে দুজন মহিলাও ছিলেন। অভিযোগ ওই দুই মহিলা তার উপর চড়াও হয় এবং তাকে মারধরের পাশাপাশি তার জামাকাপড় ছিঁড়ে দেয়। অন্য দিকে পুরুষ তৃণমূল কর্মীরা বাড়ির আসবাব পত্র ভাঙচুর করে। এমনকি তার গলার সোনার চেনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরে গুরুতর জখম অবস্থায় ঝুমাদেবীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে এদিন ঘটনা তীব্র প্রতিবাদ করে স্থানীয় বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জী বলেন, “বিজেপিকে আটকে রাখতে সারা বাংলা তথা দুর্গাপুর জুড়ে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এভাবে বিজেপি কর্মীদের দমানো যাবে না। সত্যের জন্য, ন্যায়ের জন্য আমরা প্রতিবাদ করে যাব, লড়াই করে যাব।” পাশাপাশি তৃণমূল নেতাদের ওই বিজেপি কর্মী দম্পতিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন তিনি। এই মর্মে প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে এই ঘটনার ন্যায্য বিচারের আবেদন জানান তিনি।
অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের।