eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর এনআইটিতে সমাবর্তন অনুষ্ঠান

দুর্গাপুর এনআইটিতে সমাবর্তন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের ডেপুটি সিইও ডঃ সঞ্জীব কুমার যোশী, ও ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর একজন সিনিয়র বিজ্ঞানী।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানান এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর, প্রফেসর অরবিন্দ চৌবে। তিনি জানান, ১৯ তম সমাবর্তন অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষের প্রায় ২৫০০ জনকে ডিগ্রি প্রদান করা হবে। এদের মধ্যে প্রায় ১৩০০মতো প্রাক্তন ছাত্র ছাত্রী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শংসাপত্র গ্রহন করবেন। যার মধ্যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল, এবং দক্ষিণ আফ্রিকার পড়ুয়ারও উপস্থিত থাকবেন। এদিনের অনুষ্ঠান থেকে মোট ৭৬ জনকে স্বর্ণপদক প্রদান করা হবে। যার মধ্যে ৪০টি পাবেন ২০২৩এর পড়ুয়ারা ও বাকি ৩৬টি পদক পাবেন ২০২৪ শিক্ষাবর্ষের পড়ুয়ারা। এছাড়াও বিটেক ও এমটেক এর শ্রেষ্ঠ প্রজেক্টের জন্য ৪ জনকে পুরস্কৃত করা হবে। এর পাশাপাশি ৩ জন প্রাক্তন ছাত্রকে তাদের অসামান্য কৃতিত্বের জন্য বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার প্রদান করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments