eaibanglai
Homeএই বাংলায়দামোদরে উঠলো ১ কেজির ইলিশ, চোখ কপালে জেলের

দামোদরে উঠলো ১ কেজির ইলিশ, চোখ কপালে জেলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার দামোদর নদ থেকে ধরা পরল এক কেজি ওজনের একটি ইলিশ। যা দেখতে ভিড় জমে জামালপুর বাজারে। বাসিন্দাদের দাবি, কুড়ি বছর আগে এরকম মাঝে মাঝেই ধরা পড়তো।

ইলিশ সাধারণত নোনা জলের মাছ। কিন্তু দামোদরে এই মাছ দেখে আনন্দিত সকলে।

ডিভিসি জল ছাড়ায় দামোদরের বন্যায় বিপর্যস্ত সকলে। কিন্তু, এরই মাঝে এই জল বাড়ার দরুন দামোদরের রুপোলি ফসলের দেখা মেলে, শত কষ্ট ভুলে, ক্ষণিকের হাসি সকলের মুখেই। সম্প্রতি জল বাড়ায় প্লাবিত হয়েছিল রায়না, জামালপুরের বিস্তীর্ণ এলাকা। এই জল বাড়ার ফলেই দামোদর নদে এবার ঢুকে পড়ল ইলিশ।

ভোর রাতে ধরার পরে ইলিশটিকে নিয়ে আসা হয় জামালপুর বাজারে। দেখে চোখ কপালে জেলে থেকে ব্যাবসায়ী – সবার। সেখানে ইলিশের নিলাম শুরু হয়। দাম বাড়তে বাড়তে অবশেষে ২ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি হয়। কেনেন স্থানীয় ব্যাবসায়ী লক্ষণ বিশ্বাস।

যদিও মৎস্য দপ্তরের আধিকারিক নিত্যানন্দ জানান, ইলিশ মাছ নোনা জলের, মিষ্টি জলে দেখা যায়না। কিন্তু ডিম দেবার সময় তারা সমুদ্র থেকে বিভিন্ন নদীতে চলে যায় এবং সেভাবেই হয়তো দামোদর নদে চলে এসেছে। তার কথায়, “যেহেতু এখন ভরা দামোদর। দামোদরের সাথে গঙ্গার যোগ আছে। তাই, আসাতে তেমন কোনো অসুবিধাই নেই।” ১৯৯০’ র দশকে পানগড়ের কাছে রন্ডিয়ায় মাঝে সাঝে ইলিশের দেখা মিলতো, বলে স্থানীয় মানুষের দাবী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments