নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার গভীর রাতে দুর্গাপুরের একটি বহুতল আবাসনের পর পর তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তিনটি ফ্ল্যাট থেকেই নগদ ও সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ।
কাঁকসার বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার পাশে রয়েছে ওই বহুতল আবাসন। ওই আবাসনের ই-ব্লকের তিন তলা, সাত তলা ও আট তলার বাসিন্দা যথাক্রমে শুভেন্দু পোদ্দার, সুজয় কুণ্ডু ও অনিক রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাটে তালা দিয়ে কেউ বেড়াতে আবার কেউ দেশের বাড়িতে গিয়েছিলেন। অনিক রায় জানান গতকাল বিকেলে ফ্ল্যাটে তালা দিয়ে তিনি ও তাঁর স্ত্রী দেশের বাড়ি মেজিয়ায় গিয়েছিলেন। সকালে ফোনে অন্যান্য় আবাসিকদের কাছ থেকে চুরির কথা জানতে পেরে ছুটে আসেন।
অন্যদিকে ওই বহুতল আবাসনের সিঁড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় তিন চোরের ছবি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা আবাসনে ঢোকে এবং ফ্ল্যাটের মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। দুষ্কৃতীদের সকলের মুখে কাপড় বাঁধা ছিল।
আবাসনে রাত দিন নিরাপত্তার ব্য়বস্থা থাকা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আবাসনের বাসিন্দারা। অন্যদিকে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।