নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– হাতে মাত্র আর কয়েকটা দিন, এরপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে চারিদিকে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। অন্যদিকে দুর্গোৎসব নিয়ে তৎপরতা দেখা গেল প্রশাসনেও। সোমবার বিকেলে দুর্গাপুর সাব ডিভিশনের পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের আধিকারিক, দুর্গাপুর দমকল বিভাগের আধিকারিক ও ডব্লিউবিএসইডিসিএল-এর আধিকারিক গণ। বৈঠকে পুজো কমিটিগুলোর সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা, পুজো প্যান্ডেল গুলিতে ট্রাফিক ব্যবস্থা সুনিশ্চিত করা, রাস্তাঘাটে ভিড় এড়াতে ট্রাফিক ব্যবস্থা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের পুজো অনুদানের চেক এদিন পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।