এই বাংলায় ওয়েব ডেস্কঃ- আশ্বিনের শারদপ্রাতে আলোর বেণু বাজছে। উমা এসে গিয়েছেন বাঙালির মনে, ঘরে, মণ্ডপে। সন্তানদের ভক্তি আর প্রার্থনায় মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠেন পুজোর চারদিন। সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দোবীর বোধন। পুজোর আনন্দে মেতেছে আপামর বাঙালী। তবে দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সঙ্ঘে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে অনেক আগেই, পিতৃপক্ষের সূচনালগ্নে। এখানে প্রায় একমাস ধরে চলে মায়ের বিশেষ আরাধনা। তবে দুর্গাপুজো উপলক্ষে এক মাস ধরে বিশেষ পুজো হলেও সপরিবার মা দুর্গা সঙ্ঘের মন্দিরে পূজিত হন সারাবছর ধরে ৷ যেখানে মায়ের নিত্য আরতি হয় ৷ দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় এখানেই একমাত্র কুমারী পুজো করা হয় ৷ অষ্টমী ও নবমীতে থাকে নরনারায়ণ সেবার আয়োজন । এবারও মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত থাকবে এই ভোগের ব্যবস্থা। এবার ১৯ তম বর্ষে পদার্পন করল আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠ মন্দির ও সেবাশ্রম সঙ্ঘের মাতৃ আরাধনা। বছরভর অপেক্ষার পর দুর্গা পুজোর সময় এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেন এলাকাবাসী।