নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মহালয়ার পুণ্য তিথিতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার মাধ্যমে মা দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। আর মায়ের এই আগমনী উপলক্ষ্যে আগমনী কার্নিভালের আন্দনে মেতে উঠল দুর্গাপুরবাসী। দুর্গাপুর ক্লাব ঐকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই কার্নিভালের। যেখানে মহিলা ঢাকীদের ঢাকের তালে মেতে উঠলেন মহিলা ছৌ শিল্পীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো মানুষ অংশ নিয়েছিল এই আগমনী কার্নিভালে। দুর্গাপুরের ইস্পাত নগরীর লালা রাজপথ রায় সরণি থেকে শুরু হয়ে ইস্পাত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কার্নিভালটি শেষ হয় সিটিন্টারের এডিডিএ ভবনে।
এদিনের কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্টজনেরা। সব মিলিয়ে মা দুর্গার আগমনী উপলক্ষ্যে আয়োজিত এই কার্নিভালের মধ্যে দিয়ে দুর্গাপুরের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল।