নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দীর্ঘ দু’বছরের করোনা আবহে গৃহবন্দী মানুষ যেন হারিয়ে যেতে বসেছিল জীবনের রঙ। তার সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছিল উৎসবের আনন্দঘন রঙীন মুহুর্তগুলো। তাই জীবনকে রঙীন করে তোলার বার্তা নিয়েই দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবার তাদের পুজোর থিম হিসাবে বেছে নিয়েছে ‘রঙের মেলা’। এবার ৫৫ তম বর্ষে পদার্পণ করল দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো। প্লাস্টিক, দড়ি, চুড়ি, মোম ও রঙ বেঙের কাজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। অভিনব থিমের সাজে রঙীন হয়ে ওঠা মণ্ডপ ও প্রতিমা দেখতে ইতিমধ্যেই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছে শিল্পাঞ্চল সহ আশেপাশের এলাকার মানুষ। ষষ্ঠীর রাত থেকেই মণ্ডপে নেমেছে দর্শনার্থীদের ঢল। সেরার শিরোপার দৌড়ে জেলার মধ্যে তাদের পুজো জায়গা করে নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবার এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।