নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সালের ১ ডিসেম্বর প্রথম বিশ্ব এইডস দিবস পালন করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতি বছর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) থেকে সৃষ্ট ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম (এইডস) সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং এই রোগে আক্রান্তদের সহায়তা করার জন্য ১ ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে।
এইডস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করছে । দুর্গাপুরেও পালিত হল দিনটি। বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পক্ষ থেকে এদিন সচেতনতা র্যালি বার করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এলাকা পরিদর্শন করে আবার কলেজে পৌঁছে শেষ হয়।
মূলত এইডসের মতো মারণ রোগের প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই র্যালির আয়োজন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। এদিনের র্যালিটিতে অংশগ্রহণ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডক্টর ধীমান মণ্ডল, দুর্গাপুর ব্লাড ডোনার্স ফোরাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কবি ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও র্যালিটিতে অংশগ্রহণ করেছিল কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।