নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্পূর্ণ নিখরচায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেসরকারি প্রশিক্ষণ সংস্থা ‘আকাশ’, তাদের ‘অ্যানথে’ বা ‘আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট একজাম’ প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামে সফল প্রথম একশো জন ছাত্র ছাত্রী আকাশে একাবের নিখরচায় প্রশিক্ষণ নেওয়া অর্থাৎ একশো শতংশ স্কলারশিপের সুযোগ তো পাবেই পাশাপাশি পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের জন্য নগদ অর্থ পুরস্কারেরও ব্যবস্থা করেছে সংস্থাটি। আকাশের দুর্গাপুর শাখার ম্যানেজার রূদ্র মুখার্জী জানান, সফল ছাত্র ছাত্রীদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ দু’লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
আকাশসের এই স্কলারশিপ প্রোগ্রাম ‘অ্যানথে’ বা ‘আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট একজাম’ সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যে কোনও ছাত্র ছাত্রী যারা নিট বা জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা অংশ নিতে পারবে।
সংস্থার দুর্গাপুরের অ্যাকাডেমিক হেড সন্তোষ কুমার মিশ্র জানান, ‘অ্যানথে ২০২৩’ প্রোগ্রামে সাড়া দেশের পঁচিশ লক্ষেরও বেশী ছাত্র ছাত্রীরা অফ লাইন ও অন লাইন মাধ্যমে পরীক্ষা দেবে। অনলাইন মাধ্যমে ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা দেওয়া যাবে এবং অফ লাইন পদ্ধতিতে এই পরীক্ষা দেওয়া যাবে ৮ অক্টোবর ও ১৫ অক্টোবর।
প্রসঙ্গত সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া দেশের প্রথম সারির বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ‘আকাশ’। প্রতিবছর বহু ছাত্র ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় সফল হয় এই ‘অকাশ’ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে।