eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চলের একমাত্র প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা

শিল্পাঞ্চলের একমাত্র প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতি বাজার সংলগ্ন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশায় রীতিমতো উদ্বিগ্ন শহরের পশুপ্রেমীরা। কারণ শিল্পাঞ্চলের এটি একমাত্র সরকারি প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। পশুপ্রেমীদের সঙ্গে সঙ্গে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ভগ্নদশায় উৎকন্ঠায় এখানকার কর্মী থেকে চিকিৎসক। কারণ স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থায় এতটাই করুণ যে গাছের তলায় বসে পরিষেবা দিতে হয় এই কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরাদের। ভবনটির ছাদ থেকে চাঙ্গর, দেওয়াল থেকে পেলেস্তারা খসে পড়ছে। তাছাড়া অল্প বৃষ্টি হলেই জলে ঢুকে যায় কেন্দ্রে । তাই এই কেন্দ্রটি স্থানীয়দের কাছে এখন ভুতুরে বাড়ি হিসেবেই বেশী পরিচিত। অভিযোগ রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিভাগের গাফিলতিতেই এই বেহাল দশা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটির। একসময় এই স্বাস্থ্য কেন্দ্রটি পশুদের চিকিৎসা করাতে আসা মনুষজনের উপস্থিতিতে গমগম করত। শহরের বুকে বহুদিন আগে তৈরি হওয়া এই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে মাত্র তিন জন কর্মী নিয়ে চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আর শহরের একমাত্র প্রাণী স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন অনেকেই। অভিযোগ তবুও বিষয়টি নিয়ে কোনও হেলদোল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments