নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ‘কুনুর কথা’ সাহিত্য সংস্কৃতি ও সংবাদ পরিবেশন ভিত্তিক পত্রিকার ২১ তম বর্ষপূর্ত্তি সম্মেলন পালিত হল সম্প্রতি, পশ্চিম বর্ধমানের মাধাইগঞ্জে, লোকসংস্কৃতি মঞ্চে। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন শ্রী নারায়ন দাস মহারাজ এবং পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডল। সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী সুদেব রায়, কবি ও সাহিত্যিক অজিত ঘোষ, আইনজীবী কৃষ্ণেন্দু পাল, বাচিক শিল্পী রাজশেখর মুখোপাধ্যায়, সঞ্চালিকা মুখোপাধ্যায়, অন্তরা সিংহ রায়, মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বাসুদেব হাজরা প্রমুখ। বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত ও শ্রাবয়িতা দে দাস সংগীত পরিবেশন করেন। এঁরা ছাড়াওসংগীত, নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন অন্যান্য শিল্পীরা। গুণীজন সংবর্দ্ধনায় সংবর্দ্ধিত হন সাহিত্য,সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকায় স্বীকৃত মানুষেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন পত্রিকার সম্পাদক চূনিলাল মুখোপাধ্যায়।