নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– বেসরকারী ইংরাজি মাধ্যম স্কুল পূরব ইন্টারন্যাশনালের উদ্যোগে ও দোলা এবং রাহুল স্পোর্টস ফাউন্ডেশন অর্গানাইজেশনের সহযোগীতায় দুর্গাপুরে শুরু হল দুই দিন ব্যাপী গ্রীষ্মকালীন তীরন্দাজী শিবির। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের গান্ধীমোড়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের দুই স্বনামধন্য তীরন্দাজ, অর্জুন পুরস্কার প্রাপ্ত তথা অলিম্পিয়ান রাহুল ব্যানার্জী ও দোলা ব্যানার্জীর তত্ত্বাবধানে তীরন্দাজীর প্রশিক্ষণের সুযোগ পাবে শিল্পাঞ্চলের পড়ুয়ারা।
শুক্রবার এই গ্রীষ্মকালীন তীরন্দাজী শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়ান ও অর্জুন পুরস্কার প্রাপ্ত রাহুল ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জী ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য সহ স্কুলের অন্যান্য ও আধিকারিকরা।
প্রসঙ্গত দুর্গাপুরে এই প্রথম এই ধরেণের কোনও গ্রীষ্মকালীন শিবির বা সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়রা প্রশিক্ষণ দিচ্ছেন। উদ্যোক্তারা জানান তীরন্দাজীতে জেলাস্তরে এই ধরনের আধুনিক প্রশিক্ষণ শিবির খুবই কম হয়। এই উদ্যোগের ফলে মফঃস্বল ও শিল্পাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়রা আগামী দিনে তীরন্দাজীতে সাফল্য অর্জন করতে পারবে বলেই আশা উদ্যোক্তাদের। শিল্পাঞ্চলের সমস্ত স্কুলের পড়ুয়াদের এই সামার ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পূরব ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।