নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরে অটো-টোটো দ্বন্দ্ব। দুর্গাপুরে অবৈধ টোটোর বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করল শহরেরে অটো চালকরা। এদিন দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে শহরের অটোচালকেরা। এরপর মহকুমা শাসকের দপ্তরের রাস্তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে অটোচালকদের ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়।
অটোচালকদের অভিযোগ শহরের একাধিক জায়গায় অটো স্ট্যান্ডের পাশেই অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠছে। একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এই বিষয়ে প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটায় হুঁশিয়ারি দিয়েছেন শহরের অটোচালকরা।