নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার অন্ডালের এক বেসরকারি ব্যাঙ্কের ব্যাংক ম্যানেজার সহ এক মহিলা কর্মী। জানা গেছে শান্তনু মণ্ডল নামে ওই ম্যানেজার ব্যাঙ্কের পোর্টাল ব্যবহার করে বিভিন্ন ট্রাস্ট, সংস্থা ও ব্যক্তির নামে ভুয়ো ওভারড্রাফট করেন। গত ৮ দিনে এইভাবে ১৬ কোটি টাকা আরটিজিএস করে ওভারড্রাফটের টাকা পাইয়েও দেওয়া হয় সংশ্লিষ্টদের। এর মধ্যে আবার ভিন রাজ্যের সংস্থাও রয়েছে। আর এই ভুয়ো ওভারড্রাফট করিয়ে ৩০ লক্ষ টাকার কমিশনও পান অন্ডাল শাখার ব্যাঙ্কের ওই ম্যানেজার। জানা গেছে ওই কমিশনরে টাকা অভিযুক্ত ম্যানেজারের মায়ের অ্যাকাউন্টে ঢোকে।
এদিকে এত কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ অঙ্কের টাকা ওভারড্রাফট হওয়ায় সন্দেহ হয় ব্যাঙ্কের অন্যান্য আধিকারিকদের। ঘটনার তদন্তে করে ভুয়ো ওভারড্রাফ্টের বিষয়টি নজরে আসে তাদের। এরপরই রিজিওনাল ম্যানেজারের অনুমোদনে গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুর্গাপুর ব্রাঞ্চের ম্যানেজার সৌরভ কুমার লায়েক অন্ডাল থানায় শান্তনু মণ্ডল ও ওই ব্যাঙ্কের এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্যের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ওই দিন রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই জালিয়াতি চক্রে আরও কেউ জড়িত আছে কিনা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।