eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে জালিয়াতির দায়ে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজারের আচমকা মৃত্যু

দুর্গাপুরে জালিয়াতির দায়ে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজারের আচমকা মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রায় ১৬ কোটি টাকা লোপাটের দায়ে গ্রেফতার হওয়া ব্যাঙ্ক ম্যানেজারের আচমকা মৃত্যু। গত বছর ২৪ শে সেপ্টেম্বর জালিয়াতি ও টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি ব্যাংকের বহুলা শাখার ম্যানেজার শান্তনু মণ্ডল। তাকে সঙ্গ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যাংকেরই অপর এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্যকে। পরে দুর্গাপুরের এক ব্যবসায়ী প্রণব রুজকেও ওই প্রতারণাকাণ্ডে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পুলিশি হেফাজতে থাকার পর জেল হেফাজত হয় ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মণ্ডলের। তারপর থেকে তিনি দুর্গাপুরের ফুলঝোর সংশোধনাগারেই ছিলেন। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শনিবার দুর্গাপুর আদালতে তার হাজিরার তারিখও ছিল। কিন্তু এদিন দুপুরে আচমকা তার মৃত্যুর খবর জানান মহকুমা শাসক।

মহকুমা শাসক সৌরভ চট্যোপাধ্যায় এদিন জানান, গতকাল অর্থাৎ ৩ মার্চ মধ্যরাতে প্রায় ৩ টে নাগাদ শারীরিক অস্বস্তি হওয়ায় অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মণ্ডলকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউ-তে তার চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভোরে বর্ধমানে রেফার করে দেওয়া হয়। কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের বর্ধমানের অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেখানে ছোট একটি অস্ত্রোপচারও হয়। এরপর সেখানে চিকিৎসা চলাকালীনই দুপুর ২ টো নাগাদ তার মৃত্যু হয়। পাশাপাশি মহকুমা শাসক এও জানান গত ২ মার্চ ফুলঝোর সংশোধনাগারে কয়েদীদের রুটিন পরীক্ষার সময় বন্দী ব্যাঙ্ক ম্যানেজারের কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি।

অভিযুক্ত ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ওভারড্রাফটের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা ৮টি অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ ছিল। তিনি পাণ্ডবেশ্বরের বহুলা শাখার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ওই ব্যাঙ্ক থেকেই টাকা হাতানোর অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই ব্যাংকের আঞ্চলিক অফিসের পক্ষ থেকে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ গত ২৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments