eaibanglai
Homeএই বাংলায়শিল্প শহরে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা

শিল্প শহরে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ও বাঁকুড়াঃ– বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। ১২ বছর পরে বিশ্বকাপের মহারণে ফাইনালে ফের মুখোমুখি ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া। সকলেই আত্মবিশ্বাসী, এবারের বিশ্বকাপ ট্রফি জিতবে ভারতই। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ যুদ্ধের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। তার আগে দুর্গাপুর শিল্পাঞ্চলেও শুরু হয়ে গিয়েছে উল্লাস ও উন্মাদনা । সারা দেশের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে শিল্প শহর দুর্গাপুরেও। পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শহরের ক্রেকট প্রেমীরা। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে টিম ইন্ডিয়ার জয়ের কামনায় যজ্ঞ,প্রার্থনা। এদিন দুর্গাপুরের ক্লাব আম্বিয়েন্স মাঠে ও ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সামি, শুভমান গিল সহ টিম ইন্ডিয়ার সকল খেলোয়াড়দের জন্য করা হচ্ছে সংকল্প। জয়ের কামনায় পুজো অর্চনায় মেতেছেন ক্লাব সদস্যরা। এর পাশাপাশি ক্লাবে ক্লাবে জায়ান্ট স্ক্রিন, বড় বড় এলইডি টিভি আর প্রজেক্টর এর মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। সকলের একটাই প্রার্থনা ওয়ান ডে ইন্টারন্যাশনালের টফি থাক ভারতের হাতেই।

বাঁকুড়া শহরেও ধরা পড়েছে ক্রিকেট উন্মাদনার একই ছবি। শহর ঢেকেছে জাতীয় পতাকা ও প্রিয় ক্রিকেটার তারকাদের বিশাল বিশাল কাট আউটে। শহর জুড়ে বিভিন্ন ক্লাবের উদ্যোগে জায়েন্ট স্কিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। জেলার শিক্ষা সংঘ ক্লাবের উদ্যোগে বিশ্বকাপ দেখানোর এক বিরাট আয়োজন করা হয়েছে বাঁকুড়ার রবীন্দ্রভবনে। সেখানে ২৪ ফুট বাই ১২ ফুট বিরাট প্রমাণ মাপের জায়েন্স স্কিনে দেখানো হচ্ছে খেলা। সঙ্গে নাচ গান ওই হুল্লোড় খাওয়া দাওয়ার ব্যবস্থা। সকাল থেকেই চলছে মহারণের জয়ের প্রস্তুতি। অন্যদিকে টিম ইন্ডিয়ার জয়ের কামনায় পুজো অর্চণা ও যজ্ঞের আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments