নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঁকুড়া শুট আউট কাণ্ডের পর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা আদালতের নিরাপত্তা নিয়ে তৎপরতা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বুধবার এই নিরাপত্তার বিষয়টি নিয়ে মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক সেকেন্ড ইয়াসমিন বেগমের সাথে বৈঠকে করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার কুমার গৌতম এবং এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে। ডেপুটি কমিশনার কুমার গৌতম এদিন জানান মহকুমা আদালতের নিরাপত্তার বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়িয়ে নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার বাঁকুড়া আদালত থেকে জামিনে মুক্ত এক অভিযুক্তকে গাড়িতে করে তার বাড়ি পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়ার সময় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে শুট আউটের ঘটনা ঘটে। যে গাড়িতে করে ওই অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে বেস কয়েক রাউন্ড গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ওই গাড়িতে উপস্থিত তিন জনের দেহে গুলি লাগে। অন্যদিকে শুট আউট চলার সময়ই গাড়ি থেকে নেমে চম্পট দেয় জামিনে মুক্ত ওই অভিযুক্ত।
সূত্রের খবর বাঁকুড়ার শুট আউট কাণ্ডের পর শুধু দুর্গাপুর নয় রাজ্যের সমস্ত আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর জন্য আলোচনা চলছে।