নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ব্যারেজের ফিডার ক্যানেলের লক গেট ভেঙে বিপত্তি। জানা গেছে গতকাল রাতে বর্ধমান সেচ খালের ৬টি লক গেটের মধ্যে ৫ নম্বর লক গেটটি হঠাৎ করে বেঁকে যায়। গেটের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লক গেটটির মাধ্যমে সেচের জল ছাড়া হয়। যেহেতু এই মুহূর্তে ফিডার ক্যানেলে জল ছাড়া আছে জলের গতিবেগ থাকার কারণে গেটটি ভেঙ্গে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পাশাপাশি অন্য দুটি গেট খুলে জল রিলিজ করে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ব্যারেজ কর্তৃপক্ষ। এছাড়াও ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
অভিযোগ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ার কারণেই এই বিপত্তি দেখা দিয়েছে। প্রসঙ্গত এর আগে দু-দুবার দুর্গাপুর ব্যারাজে বিপর্যয় ঘটেছে। জল শূন্য হয়ে পড়েছিল দামোদর। যার জেরে ভুগতে হয়েছিল গোটা শিল্পাঞ্চলবাসীকে। এমনকি জলের অভাবে বাঁকুড়ার শিল্পতালুকেও প্রভাব পড়েছিল।
অন্যদিকে দুর্গাপুর ব্যারেজের লক গেটে ভাঙার খবরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে দুর্গাপুরবাসীর মধ্যে। তবে কি ফের সেই বিভীষিকাময় দিনগুলি ফিরে আসবে? এমনই নানা প্রশ্ন ঘোরা ফেরা করছে শহরবাসীর মধ্যে।