eaibanglai
HomeUncategorizedবেহাল দুর্গাপুরের ব্যারাজ রোড সংস্কারের দাবি

বেহাল দুর্গাপুরের ব্যারাজ রোড সংস্কারের দাবি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– খানাখন্দে ভরা বেহাল দুর্গাপুরের ব্যারাজ রোড বা দামোদর নদের ওপর সেতুটি সংস্কারের দাবি আন্দোলন শুরু করল বিজেপি। এদিন ওই রাস্তায় কচুরিপানা লাগিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রায় আঘ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন বিজেপি নেতা কর্মীরা। পুজোর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারীও দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দুর্গাপুরের দামোদর ব্যারাজ রোড বা দামোদর নদের ওপর তৈরি সেতুটি। যা বর্তমানে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতে রয়েছে বলে দাবি স্থানীয়দের। খানা খন্দে ভরা এই রাস্তা দিয়েই বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের, ঘটছে দুর্ঘটনা। অথচ দুর্গাপুর ব্যারাজের এই গুরুত্বপূর্ণ রাস্তা পশ্চিম বর্ধমান তো বটেই বাঁকুড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া এমনকি ওড়িশা যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তাটি শুধুমাত্র সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ।

উলেখ্য দীর্ঘদিন ধরে দুর্গাপুর ব্যারাজ রোডের ওপর টোল ট্যাক্স আদায় বন্ধ। যার ফলে ওভারলোডেড গাড়ি প্রতিনিয়ত যাতাযাত করছে এবং রাস্তার হাল আরো বেহাল হয়ে পড়েছে বলে দাবি। শুধু তাই নয় বছরের পর বছর টোল আদায় বন্ধ থাকাতে সরকারের একটা বিশাল অংকের টাকার ক্ষতি হলেও এবিষয়ে প্রশাসনিক কোনও হেলদোল নেই বলেও অভিযোগ।

অন্যদিকে ব্যারাজ রোডের সংস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন বাঁকুড়ার বড়জোড়া মণ্ডল ১ এর বিজেপি সভাপতি গোবিন্দ ঘোষ অভিযোগের সুরে বলেন, “মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে এই সরকার, এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নামবে দল।” অন্যদিকে টেন্ডার হয়ে যাওয়ার পর কেন কাজ শুরু হচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। যদিও বিজেপির অভিযোগকে অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের সাফাই খুব তাড়াতাড়ি ওই রাস্তা সংস্কারের কাজে হাত দেবে প্রশাসন। পাশাপাশি বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করে বলেন, “বিজেপি এতো লাফালাফি কেন করছে সেটা বুঝে উঠতে পারছি না।”

এদিকে দুই রাজনৈতিক দলের তরজা যখন তুঙ্গে তখন বিপদ কে সাথী করেই দামোদরের বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াক করতে হচ্ছে হাজার হাজার মানুষ থেকে শয়ে শয়ে ছোট বড় নানা যানবাহনকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments