eaibanglai
Homeএই বাংলায়১.৩০ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যার ভ্রুকুটি নিম্ন দামোদরে

১.৩০ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যার ভ্রুকুটি নিম্ন দামোদরে

বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর:- আপার ড্যাম এলাকায় প্রবল বর্ষণের দরুন এবার নিম্ন দামোদর এলাকায় হলুদ সতর্কতা জারী করলো ডিভিসি। ফলে, বন্যার আশঙ্কা দামোদরের নিম্ন তীরবর্তী পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়ার কিয়দংশ এবং হাওড়া জেলাগুলিতে।

নিম্নচাপের জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির আপার ক্যাচমেন্ট এলাকায় অবিরাম বৃষ্টিতে প্রায় ভরে উঠেছে ড্যাম গুলি। তাই, দুটি জলাধার থেকে প্রায় ১.৩০ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, সোমবার দুপুরে। সেই জল দুর্গাপুর বারেজে এসে পৌঁছবে মাঝরাতের পর, আনুমানিক রাত সাড়ে ১২ টায়। এদিন দুপুরের পর দুর্গাপুর বারাজ থেকে জল ছাড়া হয়েছে প্রায় ৬০ হাজার কিউসেক, বলে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে বলে ডিভিসি সূত্রে জানা গেছে, তাই, নিম্ন দামোদরে জল ছাড়ার পরিমান বাড়াবে ব্যারাজও।

জল ছাড়ার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি,বাঁকুড়া,দুই বর্ধমানের বেশ কিছু এলাকা।

পূর্ববর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী এদিন বিকেলে জানিয়েছেন, “জল ছাড়ার খবর পেতেই, প্লাবিত হতে পারে এমন সমস্ত ব্লককে অ্যালার্ট করা হয়েছে।পাশাপাশি, ত্রাণ মজুত রাখা ও ত্রাণ শিবির গুলিকে প্রস্তত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই সমস্ত জরুরী পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলির কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।” ব্লকগুলিতে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, বলে তিনি জানান।এছাড়াও, প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, সংশ্লিষ্ট এলাকাগুলোর পঞ্চায়েতের মাধ্যমেও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments