নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মৃত্যুর পর রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের এক বেসরাকরি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। পাশাপাশি ঘটনার প্রতিবাদ করায় মৃতের আত্মীয় পরিজনকে মারধরেরও অভিযোগ উঠল সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ঘটনায় আহত মৃত রোগীর পরিবারের বেশ কয়েকজন।
জানা গেছে চলতি মাসের ৫ তারিখ ফুসফুসের সমস্যা নিয়ে দুর্গাপুরের ইস্পাতনগরী সংলগ্ন শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন পাণ্ডবেশ্বরের বাসিন্দা বছর ৫৫-র মোহম্মদ শামীম কুরেশি। তারপর থেকেই চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে রোগীর শরীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে রোগীর পরিবারকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ রোগীর মৃত্যু হয়ে যাওয়ার পর তাঁকে ভন্টিলেশনে দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয় এমনকি মৃতের পরিবারের বেশ কয়েকজনকে মারধরও করে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।