eaibanglai
Homeএই বাংলায়ফের শহরে মৌমাছির আক্রমণ, জখম কমপক্ষে ৮ জন

ফের শহরে মৌমাছির আক্রমণ, জখম কমপক্ষে ৮ জন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ফের দুর্গাপুর শহরে মৌমাছির আক্রমণের ঘটনা। এবার জখম কমপক্ষে ৮ জন। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বেলা ১১ টা নাগাদ দুর্গাপুরের সিএমইআরআই কলোনি এলাকায় হঠাৎ করে পথ চলতি মানুষের উপর হামলা চালায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি। সেই সময় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষজন হুল বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তড়ঘড়ি ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে জখম ব্যক্তিদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিষয়টি নিয়ে খঁজখবর করে পুলিশ জানতে পারে মৌমাছির চাকে বাজপাখি হানা দেওয়ায় ওই ঘটনা ঘটে। তবে শহরে মৌমাছির আক্রমণের ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও বহুবার মৌমাছির আক্রমণে হুলবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে শহরের সাধারণ মানুষ। গত জানুয়ারি মাসে এই সিএমইআরআই কলোনি এলাকাতেই মৌমাছির হানায় গুরুতর জখম হয়েছিলেন সাত জন। গতবছরও মৌমাছির কামড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল বেশ কয়েক জন শহরবাসীকে।

প্রসঙ্গত শহর দুর্গাপুরে বহু পুরনো বড় বড় গাছ রয়েছে। আর সেখানে চাক বাঁধে বুনো মৌমাছির দল। আর সেই সব চাকে পাখির আক্রমণ হলে বা ঢিল ছুঁড়ে উত্যক্ত করার মতো ঘটনা ঘটলে পথ চলতি মানুষের উপর পাল্টা হামলা করে মৌমাছির দল। যার জেরেই বার বার শহরে মৌমাছির আক্রমণের ঘটনা ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments