eaibanglai
Homeএই বাংলায়ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেনাচিতির বস্তিবাসীদের পাশে প্রশাসন ও পুরসভা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেনাচিতির বস্তিবাসীদের পাশে প্রশাসন ও পুরসভা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গতকাল দুর্গাপুরের বেনাচিতির তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর ও দুর্গাপুর নগর নিগম। গতকালের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৩১টির মতো ঝুপড়ি বাড়ি। দুর্গাপুর পুরসভার হিসাবে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাকে পড়েছেন প্রায় ২৬০ জন মানুষ।

গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন খোদ দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী, প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা প্রমুখ। তখনই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন অনিন্দিতাদেবী। এদিন পশ্চিমবঙ্গ বিপর্যয় ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর দুর্গাপুর নগর নিগমের মাধ্যমে ৩১টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রান্নার সামগ্রী তুলে দেয়। যেখানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী, ভাইস চেয়ারম্যান অমিতাভ ব্যানার্জী ও পুরপ্রশাসক বোর্ডের সদস্যরা। অনিন্দিতা মুখার্জী এদিন জানান,ডিএসপি টাউনশিপে অস্থায়ী ভাবে পরিবারগুলিকে রাখার কথা ভাবা হচ্ছে। ডিএসপি-র সঙ্গে কথাবার্তা চলছে। পুরসভা ও প্রশাসনের তরফে পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও এদিন আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments