eaibanglai
Homeএই বাংলায়বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের শারদ অর্ঘ্য প্রকাশ অনুষ্ঠান

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের শারদ অর্ঘ্য প্রকাশ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের শারদীয় সংখ্যা ‘শারদ অর্ঘ্য ২০২৩’ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির আধিকারিক শ্রীকৃষ্ণ রাই, দুর্গাপুরের বিধাননগরের বিধান স্কুলের অধ্যক্ষ লুইস লিপার্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ডিজিটাল মিডিয়াকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অগ্রণী ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থকে সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এবং সাংসদের হয়ে এদিন সংবর্ধনা গ্রহণ করেন দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং তাঁরা এই সংবর্ধনা যথাস্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধিত করে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন।

প্রতিবার সমাজে বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষজনদের তাদের সামাজিক অবদানের জন্য সম্মানিত করে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন। এবছরও এরকম বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। তাঁদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত দুর্গাপুরের পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুরের প্রথম বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের কর্ণধার তথা সমাজসেবী সুশান্ত পোদ্দার, ইউটিউবার ছোটন ঘোষ, পশুপ্রেমী কেয়া দুয়ারী, ডিজিটাল মাধ্যমের সাংবাদিক তথা সমাজসেবী অভিজিৎ দাস সহ সিনেমা জগতের বিশিষ্ট অভিনেতা শুভঙ্কর ঘটক এবং অর্ণব।

এদিনের অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের এ বছরের শারদীয় সংখ্যা ‘শারদ অর্ঘ্য’ বইটি প্রকাশ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে এবারের শারদ সংখ্যা বইটি প্রকাশিত করা হয়।

অন্যদিকে দলীয় কাজের জন্য দুর্গাপুরের বাইরে থাকায় বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় ফোনে দুঃখ প্রকাশ করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে আগামী দিনে বেঙ্গল ডিজিটাল ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments