নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার বীর শহীদ বিরসা মুণ্ডার ১৪৮ তম জন্ম জয়ন্তী উদযাপন হল দুর্গাপুর মহকুমার কাঁকসায়। কাঁকসার কুলডিহায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও পর্না দে সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে শহীদ বিরসা মুণ্ডার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথি বৃন্দ। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন ও আদিবাসী নৃত্য গীতি পরিবেশন করেন। এছাড়াও বসেছিল মেলা।
অনুষ্ঠান উপস্থিত হয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন, “আদিবাসীদের উন্নয়নের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে বিধানসভা বাজেটে ১হাজার ১৪০ কোটি টাকা পেশ করা হয়। এছাড়াও জয় জোহর প্রকল্পের আওতায় ২ লক্ষ ৯৯হাজার ৪৬৬জনকে আনা হয়েছে। এছাড়া আদিবাসী শিক্ষায় প্রসার ঘটছে। আদিবাসী মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা হচ্ছে। আগামী দিনে আদিবাসী উন্নয়ন আরও নজর দেবে সরকার।”