নিজস্ব সংবাদদাতাঃ- জামুরিয়ার বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দুর্গাপুরের হাসপাতালে দেখতে এসে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাশপাশি ওই কারখানার তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগঠননের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় গলিত লোহার ল্যাড উল্টে জখম হন ৬ শ্রমিক। তাদের উদ্ধার করে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা হয়। বাকিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুর্গাপুরের বিধাননগরে ওই বেসরকারি হাসাপাতেল আহত দুই শ্রমিকের সঙ্গে দেখা করে বেরিয়ে বিধায়ক বলেন, কারখানায় নিরাপত্তার গাফিলতির জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, আহত শ্রমিকদের সাথে কথা বলে তিনি জানতে পারেন গরম লোহা নিয়ে কাজ করলেও তাদের প্রয়োজনীয় পোশাক ও গ্লাভস দেওয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়েই শ্রমিকরা কাজ করেন। পুরো বিষয়টি কেন্দ্রকে জানিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি ওই কারখানার তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগঠননের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, কারখানায় শ্রমিকরা কোনোরকম নিরাপত্তা ছাড়াই কাজ করে জেনেও শ্রমিক সংগঠনগুলি কেন কোনো ব্যবস্থা নেয়নি?