নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার দুর্গাপুর পুরনিগম ঘেরাও কর্মসূচি করে দুর্গাপুর পৌরসভার নানা স্তরে দুর্নীতির অভিযোগে সরব হল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিনের ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির বর্ধমান সংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, রাজ্য সম্পাদক তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, জেলা সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।
এদিন জেলা সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি জানান তৃণমূলের সর্বস্তরের দুর্নীতির সাথে দুর্গাপুর পৌরনিগমের ঘটে চলা একাধিক দুর্নীতির প্রতিবাদেই তাদের এদিনের কর্মসূচি। পাশাপাশি পৌরনিগমের মেয়াদ শেষ হয়ে গেলেও পুরনির্বাচন না হওয়ায় সমস্ত রকম পরিষেবা থেকে পুরবাসীকে বঞ্চিত হতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। । একই সাথে তিনি অভিযোগ করেন হ্যানিম্যান সরণি সহ আরো চারটি রাস্তায় টোল বসানো হলেও সেখান থেকে যে টোলের টাকা সংগ্রহ করা হয়েছে তা পৌরসভাতে জমা পরেনি, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও তিনি দাবি করেন সম্প্রতি তেল চুরির মতো ঘটনা সামনে এসেছে, যার থেকে পুরসভার অভ্যন্তরের দুর্নীতির ছবিটা সবাইয়ের কাছে পরিস্কার হয়ে গেছে।
তাই পুরসভার অভ্যন্তরে সর্বস্তরে দুর্নীতি বন্ধ ও দ্রুত পুরনির্বাচনের দাবিতে তাদের এই আন্দোলন চলবে বলে জানান বিজেপি নেতৃত্ব।