নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্থানীয় তৃণমূল নেতাদের মদতে শ্মশানের যাওয়ার রাস্তা সহ জমি আত্মসাৎ করেছে জমি মাফিয়ারা। অভিযোগ দুর্গাপুরের গোপালমঠ গ্রামের বাসিন্দাদের। ফলে মৃতদেহ সৎকার করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। প্রতিবাদে ও শ্মশানের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এদিন অভিনব উপায়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। প্রতীকী মৃতদেহ নিয়ে গ্রামসংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আর তাঁদের এই আন্দোলনে সামিল হয় স্থানীয় বিজেপি নেতা কর্মীরাও।
এদিনি প্রতীকী মৃতদেহ নিয়ে গ্রাম থেকে মিছিল করে , বল হরি হরি বল, এই মৃতদেহ কোথায় দাহ করি বল। বল হরি হরি বল, জমি বিক্রির টাকা কে খেল বল-ইত্যাদি স্লোগন দিতে দিতে জাতীয় সড়কে পৌঁছন বিক্ষোভকারীরা। পরে জাতীয় সড়কের পাশে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জী। তিনি বলেন, যত দিন না শ্মশানের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। আগামীদিনে এডিডিএ ও পৌরসভার সামনেও বিক্ষোভ দেখাবো। আমারণ অনশনে বসবো। প্রয়োজনে অনশন মঞ্চ থেকে যদি মৃত্যু বরণ করতে হয় তাই করবো। তবুও শ্মশানের জমি দখল করেই আমরা ছাড়বো।
অন্যদিকে বিজেপি কর্মীদের এই অভিনব আন্দোলনকে ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল দুর্গাপুর থানার পুলিশ বাহিনী।