নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলা সফরে এসে গতকাল লাউদোহার জনসভায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে সবচেয়ে বড় কয়লা চোর বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার শহরের পথে নেমে অভিনব প্রতিবাদে সরব হল স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।
এদিন যে রাস্তা দিয়ে দুর্গাপুরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা অর্থাৎ সিটিসেন্টারের দুর্গাপুর নগরনিগম সংলগ্ন জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোড গঙ্গাজল ও ঝাঁটা দিয়ে পরিস্কার করেন বিজেপি কর্মীরা। যার নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। বিজেপি বিধায়ক এদিন অভিষেক ব্যানার্জিকে পাল্টা তোপ দেগে বলেন , “বাংলার সবচেয়ে বড় চোরের পায়ের ধুলো পড়ে রাস্তা অপবিত্র হয়ে গিয়েছিল। আমরা আজ সেই রাস্তা গোবর গঙ্গা জল দিয়ে ধুয়ে ঝাঁট দিয়ে পরিস্কার করলাম। দুর্গাপুর শিক্ষিত সংস্কৃতবান লোকেদের জায়গা। এখানে চোরেদের কোনও স্থান নেই। “
এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দত্ত, ভোলা শাহ সহ বিজেপির মহিলা ও যুব মোর্চার কর্মীগণ।