eaibanglai
Homeএই বাংলায়শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরে 'কালো দিন' পালন কংগ্রেসের

শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরে ‘কালো দিন’ পালন কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর পুরভোটে শাসক দলের বিরুদ্ধে অবাধে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে প্রতি বছর গত নির্বাচনের দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন কর আসছে বিরোধীরা। এবারও তার ব্যতিক্রম হল না। এদিন জেলা কংগ্রেসের নেতৃত্ব শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে এক অভিনব উপায়ে ‘কালো দিন’ কর্মসূচী পালন করে।

এদিন দুর্গাপুরের পাঁচ মাথা মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে এক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গণতন্দ্রের আত্মার শান্তি কামনা করে ধর্মীয় অনুষ্ঠান বিধি পালন করা হয়। এবিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, “এই দিনে বছর ছয়েক আগে তৎকালীন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে পুলিশকে দলদাসে পরিণত করে তাদের সাহায্যে দুর্গাপুরে পুরভোটে গণতন্ত্রের হত্যা হয়েছিল, গণতন্ত্র ধর্ষিতা হয়েছিল। তাই সেই গণতন্ত্রের অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতিনীতি মেনে এদিনের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে যাতে দুর্গাপুরের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে সেই কামনাও করা হচ্ছে। “

উল্লেখ্য ২০১৭ সালের ১৩ আগস্ট দুর্গাপুরে পুরভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে শাসক দল তৃণমূল ভিন জেলা থেকে হার্মাদ বাহিনী এনে ভোট লুট ও সন্ত্রাস করে পুরসভার দখল করে বলে অভিযোগ তোলে বিরোধীরা। সেই পুরবোর্ডের মেয়াদও শেষ হয়েছে প্রায় বছর অতিক্রান্ত। তার পর থেকেই বিরোধীরা পুরভোটের জন্য বার বার দাবি জানাচ্ছে। তৃণমূল দলীয় সূত্রে খবর এছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে দুর্গাপুরের পুরভোট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments