eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিস্ফোরণের ঘটনায় মৃত ১, জখম ৪, শুরু তদন্ত

দুর্গাপুরে বিস্ফোরণের ঘটনায় মৃত ১, জখম ৪, শুরু তদন্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক জনের। জখম আরও চার। মৃত ব্যক্তির নাম শম্ভু পোদ্দার। ঘটনার তদন্তে দুর্ঘটনা স্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল।

প্রসঙ্গত গতকাল সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে দুর্গাপুরের কোকওভেন থানার সুকুমার নগর এলাকা। জানা যায় এলাকার বাসিন্দা ক্যাটারিং ব্যবসায়ী কমল সরকারের বাড়ির গোডাউনে ক্যাটারিংয়ের রান্নার কাজ চলছিল। সেই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোডাউনের ছাদ ভেঙে পড়ে। অন্যদিকে বিস্ফোরণের জেরে কমল সরকার সহ চারজন ঝলসে গুরুতর জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় গুরুতর জখম রাধুনী শম্ভু পোদ্দারকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাচলাকালীন তার মৃত্যু হয়।

এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ। অন্যদিকে আচমকা ঘটে যাওয়া এই বিস্ফোরণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দুর্ঘটনা নাকি রয়েছে অন্য কোনো অবৈধ কারবার? এমনই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয়দের মনে। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এদিন বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন চার সদস্যের ফরেন্সিক দল। ফরেন্সিকের রিপোর্ট এলে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments