নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল ২য় বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবিরের। শিবিরটি অনুষ্ঠিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে অবস্থিত অভিজাত পাঁচতারা হোটেল ফরচুনপার্ক পুষ্পাঞ্জলিতে। এদিনের এই বিশেষ রক্তদান শিবিরে রক্তদান করেন ৫জন মহিলা সহ মোট ৬৫ জন । এদের মধ্যে ছিলেন পাঁচতারা হোটেলের কর্মী আধিকারিকবৃন্দ। রক্তদান করেন রত্নেশ কুমার জোশি (এইচ আর এ), সনামধন্য গায়ক ভুপেন হাজারিকার নাতি পল্লব হাজারিকা (ফ্রন্ট অফিস ম্যানেজার ) সহ আরো অনেকে। এদিনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার ও শিবিরটি পরিচালনা করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সদস্যরা।
এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জী, ডাঃ সঞ্জিত চ্যাটার্জী (এম ও আই সি আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার) ডাঃ সোমনাথ চ্যাটার্জী প্রেসিডেন্ট ডি বি ডি সি, হোটেল ফরচুন পার্কের ডাইরেক্টর ইন চিফ সুরজিৎ ঘোষ, জেনারেল ম্যানেজার আশিস গোয়ারী সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি বর্গ। উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সংগঠনের সাধারণ সম্পাদক সজল বোস, সহসভাপতি ধনঞ্জয় মান ও পার্থ প্রতিম গুপ্ত, যুগ্ম সম্পাদিক মধুমিতা মান ও ডাঃ এস এস যাদব,কাউন্সিল উপদেষ্টা পার্থ সারথী দাশগুপ্ত ও সুব্রত বিশ্বাস। এদিন সকল উপস্থিত অতিথি রক্তদাতা ও মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানান পাঁচতারা হোটেলের জি এম আশীষ গোয়ারী।
এদিন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের তরফে সকলের কাছে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদান শিবির করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামীদিনে রাজ্যের রক্তদান আন্দোলনকে মজবুত করতে ও সরকারি ব্লাড সেন্টারে রক্ত সংকট নিরসনে সমস্ত পর্যটন শিল্পে যুক্ত সমস্ত হোটেল সংগঠনে বছরে অন্তত দুটি ক্যাম্প করার জন্য আহ্বান জানান আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টারের এম ও আই সি ডাঃ সঞ্জিত চ্যাটার্জী।