নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রথযাত্রার পুণ্য লগ্নে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল দুর্গাপুরের নডিয়ার বিল বাগানে। আর মন্দির স্থাপনের এই শুভ কর্মকে সামনে রেখে সমাজে সেবার বার্তা পৌঁছে দিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল মৃগাঙ্কালোক চ্যারিটেবল ট্রাস্ট। এদিনের এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ কৃত্তিবাসানন্দজী মহারাজ।
দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সক্রিয় সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে রক্তদান করেন ৭ জন মহিলা সহ ২৮ জন রক্তদাতা। এদিনের রক্তদাতাদের মধ্যে ৬ জন রক্তদাতাই জীবনে প্রথমবার রক্তদান করেন।
এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের এমওআইসি ডাক্তার পর্ণা ভৌমিক, মৃগাঙ্কালোক চারিটেবল ট্রাস্টের প্রধান ও দুর্গাপুর ব্লাড ডোনাস কাউন্সিলের সভাপতি ডাক্তার সোমনাথ চ্যাটার্জি, সৌমেন ভট্টাচার্য, বেঙ্গল রুরাল ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌতম চক্রবর্তী, এস এম সমাদ্দার ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী, ডাক্তার, সমাজবন্ধুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষে সাধারণ সম্পাদক সজল বোস, উপদেষ্টা পার্থসারথি দাশগুপ্ত, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, ধনঞ্জয় মান, যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র দাস, মধুমিতা মান, কার্যকরী সদস্য আফতাব হোসেন, সদস্যা মিতা গাঙ্গুলী, দুর্জয় রায়, সন্দীপ গড়াই, বিজয় রজক সহ অনেক ব্যক্তিবর্গ।