নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজার কাছে একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করল এসটিএফের একটি দল। উদ্ধার হওয়া কাঁচামালের বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। ঘটনায় দুই পাচারকারী সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে অন্যান্য দিনের মতোই বুধবার দুপুরে বাঁশকোপা টোলপ্লাজারা কাছে নজরদারি চালানোর সময় একটি সন্দেহভাজন ট্রাককে আটকে তল্লাশি চালায় এসটিএফের দলটি। আর তখনই মাদক তৈরির ওই কাঁচামাল উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজনের মধ্যে দুজন পাচারকারী ও অন্য দুজন ট্রাকের চালক ও খালাসি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই পাচারকারী যুবক পলাশীর বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে ওই কাঁচামালা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের হেফাজতে নিয়ে মাদক পাচারের মূল চক্রের খোঁজে জোর তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।