eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুলকার চালকদের জন্য স্বাস্থ্য ও সচেতনতা শিবির

দুর্গাপুরে পুলকার চালকদের জন্য স্বাস্থ্য ও সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে মহকুমা প্রশাসন ও পরিবহণ দপ্তরের উদ্যোগে বুধবার আয়োজন করা হয়েছিল একটি বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি পথ নিরাপত্তা বিষয়েও সচেতন করা হয় এদিনের শিবির থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী সহ আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকগণ।

মহকুমা শাসক এদিন জানান দুর্গাপুরে একশোরও বেশি পুলকার চালক রয়েছেন। তাদের প্রত্যেকের এদিন চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যদি কেউ আনফিট প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট স্কুল সেই চালকের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পথ নিরাপত্তার সমস্ত দিকগুলিকে চিহ্নিত করে পুলকার চালকদের সচেতনত করা হয়। গাড়ির ফিটনেস মেনটেইন করা, গাড়িতে ফার্স্ট  এইড বক্স রাখা, ইত্যাদি বিষয়ে পুলকার চালকদের সচেতন করা হয় ।

মহকুমা শাসক বলেন, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা দিনের অনেকটা সময় এই পুলকার চালকদের সঙ্গে কাটায়। ফলে তাদের নিরাপত্তা প্রশাসনের অগ্রাধিকার। এরপরেও যদি কোন পুলকার চালক নিয়ম ভঙ্গ করে, তাহলে প্রশাসন শাস্তি মূলক ব্যবস্থা নেবে বলেও এদিন স্পষ্ট জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments