eaibanglai
Homeএই বাংলায়সংগীত শিল্পী মহম্মদ রফির ৪২-তম প্রয়াণ বার্ষিকী উদযাপন

সংগীত শিল্পী মহম্মদ রফির ৪২-তম প্রয়াণ বার্ষিকী উদযাপন

সংবাদদাতা, দুর্গাপুরঃ- হিন্দী চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নেপথ্য কন্ঠশিল্পী মহম্মদ রফির ৪২-তম প্রয়াণ বার্ষিকী পালন করলেন “দুর্গাপুর রফি ফ্যানস্ ক্লাব” এর সদস্যবৃন্দ ৩১ জুলাই, ২০২২ সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাতনগরীর নেতাজী ভবন প্রেক্ষাগৃহে। শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রফি সাহেবের সাঙ্গীতিক প্রতিভা এবং হিন্দী চলচ্চিত্রে নেপথ্য সংগীত শিল্পী হিসেবে তাঁর ভূমিকা ও অবদান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। আয়োজকদের পক্ষ থেকে শ্রী সেনগুপ্ত কে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। এরপরে, মহম্মদ রফির গাওয়া গান পরিবেশনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- শান্তনু চক্রবর্তী, কল্পনা শুক্লা, পঙ্কজ শ্রীবাস্তব, স্মিতা মজুমদার, দেবাশিস চৌধুরী, কাজল দে, আশা সেন সহ অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। তাঁকেও উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্দ্ধিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments