eaibanglai
Homeএই বাংলায়সূর্যের সাত রং নেমে এলো দুর্গাপুরের রাস্তায়, রথযাত্রায়

সূর্যের সাত রং নেমে এলো দুর্গাপুরের রাস্তায়, রথযাত্রায়

মনোজ সিংহ, দুর্গাপুর:- পরম পিতা পরমেশ্বর কলির অবতার শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের গত কাল ছিল পূর্ণ রথযাত্রা। এই দিন শ্রীবিষ্ণু জগন্নাথ রূপে বোন সুভদ্রা ও ভাতা বলরাম কে সঙ্গে নিয়ে সুসজ্জিত রথে মন্দির প্রাঙ্গণ ছেড়ে নিজের মাসির বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করেন। শিল্পাঞ্চল দুর্গাপুরের যে কটি বড় রথযাত্রার অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম শ্রী শ্রী জগন্নাথ মন্দির, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ রোডের ওপর যা কিনা অবস্থিত। কয়েক দশক ধরে দুর্গাপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা কে কেন্দ্র করে এক মহামিলন ক্ষেত্র রথ মেলার আয়োজন হয় চিত্রালয় সংলগ্ন রাজিব গান্ধী স্মারক ময়দানে। প্রতিবছরের তুলনায় এ বছর রথের জৌলুসে কিছুটা ভাটা পড়ে শিল্পাঞ্চলে। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড এর ওপর অবস্থিত যে রথযাত্রার আয়োজন করা হয় তারাই রাজীব গান্ধী স্মারক ময়দানে অস্থায়ী মাসির বাড়ি তৈরি করে একটি মহামিলন মেলা অনুষ্ঠিত করেন বিগত কয়েক বছর ধরে দুর্গাপুরে। দুর্গাপুরে একাধিক ধর্মীয় সংগঠনের উদ্যোগে রথ যাত্রার আয়োজন করা হয়ে থাকে। যাদের মধ্যে অন্যতম হলো ইসকন সংগঠনের রথযাত্রা। দুর্গাপুরে ইসকন সংগঠনের রথযাত্রার প্রতিবছরই নতুনত্বের চমক থাকে। এবছর দুর্গাপুরের ধর্মপ্রাণ মানুষদের পক্ষে ইসকন মন্দিরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয় দুর্গাপুরে। যার মূল থিম হিসেবে ছিল সূর্যের সাত রং। সূর্যের সাত রং এর আভা যেন দুর্গাপুরের রাস্তাকে রঙিন করিয়ে তোলে।

বিভিন্ন জেলা তথা রাজ্য থেকে বিশেষ ভাবে প্রশিক্ষিত নিত্য ও কলা গোষ্ঠীর সংগঠিত একাধিক দল একে একটি আলাদা রকমের রং এর পোশাক ও পরিধানে আলোকিত করে দুর্গাপুরের রাস্তায়। সাবিকি রথ হিসেবে যেমন চিত্রালয় মেলা ময়দানে অনুষ্ঠিত রথযাত্রার উৎসব ও মেলা। ঠিক তেমনি অভিনবত্বের রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার ফলে শিল্পাঞ্চলের মানুষের মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। শিল্পাঞ্চলের মানুষের ভিড় দেখে সহজেই আন্দাজ করা যায় যে অভিনবত্ব থাকার ফলে মানুষের আকর্ষণ ইসকন রথযাত্রার দিকে বেশি হয়েছে।

দুর্গাপুরের ইসকন মন্দিরে রথের দড়িতে টান দিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও সাংসদ কির্তি আজাদ। দুর্গাপুরের রঘুনাথপুর সংলগ্ন ইসকন মন্দির থেকে রথযাত্রার শুরু হয় রবিবার। এই রথ গিয়ে পৌঁছায় দুর্গাপুরের আকবর মাঠে। এদিন রথযাত্রা উপলক্ষে কার্নিভালের আয়োজন করা হয় ইসকনের তরফ থেকে। এদিন অসংখ্য ভক্তদের ভিড় ছিল, পাশাপাশি পুলিশ প্রশাসনের করা নজরের মধ্যে দিয়ে রথ এগিয়ে চলে অস্থায়ী মাসির বাড়ির উদ্দেশ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments