eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে চাষীপাড়া জুড়ে পুলিশের চিরুনি তল্লাশি, সঙ্গে নগর নিগম

দুর্গাপুরে চাষীপাড়া জুড়ে পুলিশের চিরুনি তল্লাশি, সঙ্গে নগর নিগম

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– গত দুদিনে দুর্গাপুর থানার চাষীপাড়া এলাকা থেকে দুটি ভিন্ন ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম জন সুরজ সিং নামে এক দুষ্কৃতী। যে পান্ডুয়া শ্যুটআউট কাণ্ডে জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। অন্যজন বিকাশ রজক। এলাকার ছেড়ে পালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে সে। অভিযোগ এই দুই দুষ্কৃতী অন্যত্র দুষ্কর্ম করে দুর্গাপুরের চাষীপাড়ায় আশ্রয় নিয়েছিল। স্থানীয়দের একাংশের মতে সম্প্রতি দুষ্কৃতীদের অন্যতম নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হয়েছে দুর্গাপুরের এই চাষীপাড়া এলাকা। পাশাপাশি পর পর দুই দুষ্কৃতী গ্রেফতারের ঘটনায় রীতিমতো আতঙ্কিতও তাঁরা।

অন্যদিকে পর পর দুই দুষ্কৃতী গ্রেফতারের ঘটনায় নড়চড়ে বসেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশানরেট। শুক্রবার সকাল থেকে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাইরে থেকে কেউ এসেছে কিনা খোঁজ নেয় পুলিশ। পাশাপাশি এলাকার সকলেক নিয়ে একটি সচেতনতা শিবিরও করা হয় পুলিশ ও নগর নিগমের যৌথ উদ্যোগে। যেখানে অজ্ঞাতপরিচয় কোনও ব্যাক্তিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়ার কথা জানানো হয়। এমনকি এলাকায় কারও বাড়িতে বাইরে থেকে কোন আত্মীয় বা অপরিচিত ব্যক্তি থাকতে এলে বা বাড়ি ভাড়া নিতে এলে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই যেন তাদের আশ্রয় দেওয়া হয় বলে পুলিশ ও নগর নিগমের তরফে জানানো হয়। এদিনের সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বোরো কমিটির চেয়ারম্যান রমা প্রসাদ হালদার ও দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মদনমোহন দত্ত।

রমাপ্রসাদবাবু এদিন বলেন, চাষীপাড়ায় বসবাসকারী সহজ সরল সাধারণ মানুষের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এলাকায় আশ্রয় নিচ্ছে। তাই এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। এতদিন পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম, পথ নিরাপত্তা সহ নানা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিলেও এই ধরনের সচেতনতা এই প্রথম বলেও জানান রমাপ্রসাদবাবু। অন্যদিকে পুলিশ আধিকারিক মদনমোহন দত্ত জানান, এলাকাটি যাতে দুষ্কৃতীদের আশ্রয়স্থলে পরিণত না হয় তার জন্য স্থানীয় মানুষকে পুলিশের সঙ্গে সহযোগীতা করার আবেদন জানানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments