নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র বা কোচিং সেন্টার হিসেবে দেশ জোড়া নাম আকাশ বাইজুসের। এবার নীট ২০২৩-এ অসাধারণ সাফল্যে পেয়েছে এই বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র তথা কোচিং সেন্টারের রাজ্যের শিক্ষার্থীরা। আকাশ বাইজুস শিলিগুড়ি কেন্দ্রের ভাস্কর কুমার ৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়ে সারা ভারতের মধ্যে ১৭তম স্থান পেয়েছে। দুর্গাপুর কেন্দ্রের সারন্য আদক ৭২০-এর মধ্যে ৭০৫ নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ১৪৮ র্যাঙ্ক করেছে। এছড়াও দুর্গাপুর কেন্দ্রের শুভাশীষ ঘোষ সর্বভারতীয় ক্ষেত্রে ১৬০ র্যাঙ্ক ,সৌম্যজিৎ মুখার্জি সর্বভারতীয় ক্ষেত্রে ২৯১ র্যাঙ্ক, অঙ্কিতা মণ্ডল সর্বভারতীয় ক্ষেত্রে ৩০১র্যাঙ্ক, বেদিকা ভূত সর্বভারতীয় ক্ষেত্রে ৪৭৪ র্যাঙ্ক, গান্ধর্বী মণ্ডল সর্বভারতীয় ক্ষেত্রে ৯৯১ র্যাঙ্ক এবং আরও অনেকে সর্বভারতীয় ক্ষেত্রে ভালো ফল করেছে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী সদস্য এবং সমগ্র আকাশ বাইজুস পরিবার এই ফলাফলে রীতিমতো উচ্ছ্বসিত ও আনন্দিত। উন্নত পরিকাঠামো, শিক্ষিত পরামর্শদাতা, নিয়মিত পর্যবেক্ষণ, নিয়মিত পরীক্ষা অনুশীলনের ব্যবস্থা, শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতার বিশ্লেষন করা ও সর্বোপরি শিক্ষক পরামর্শদাতাদের কাজের প্রতি নিষ্ঠাই এই এসাধারণ সাফল্য এনে দিয়েছে মনে করছেন আকাশ বাইজুস কর্তৃপক্ষ।